এইখানে তো ভোর জেগেছে আবার
সূর্য উষার আলোয় ঝলোমলো
ডাকছে পাখি পাতার পিঁজর থেকে
শিশিরভেজা দুয়ার খোলো খোলো।


গন্ধলতার বুনো সবুজ চোখে
আয়না খুলে দেখছে কে মুখ হেসে
বাতাসে কার ছড়ায় সুরের দোলা,
কে হেঁটে যায় সন্ধানী আবেশে?


কাজলরেখা আশার প্রদীপ জ্বলে
সূঁচ ফুটানো শরীর জাগা কুমার
ভেতর থেকে জাগায় আলো আবার
মুসল্লির ঐ শুভ্র হাসি জুমা'র।


দুয়োরাণীর দুঃখগুলো বিষাদ
আনলো ডেকে খোশবু নদীর ধারা
সুয়োরাণীর দুঃখে শুধু আহা
একা একাই কেঁদে পাগলপারা!


এইতো দেখি বন্ধঝাপি খুলে
সুন্দরেরাই গন্ধ বিলায় ফুলে।