২১শে জানুয়ারীর আবীর আলো প্রভাতেই,
আমার ঘুম ভেঙে গিয়েছিল ।
হয়ত চিত্রভানুর সবুজ অঙ্গনে,
দুজনায় পাশাপাশি দাঁড়িয়ে,
সোনার ঘ্ন্টাধ্বণি শোনার মাঝে,
অরুনোদয় দেখার অভিলাষে,
সারারাত এই দুচোখ স্বপ্নাতুর ছিল বলে ।


পূবমুখো বাতায়ন পথে তাকাতেই চোখে পড়লো,
তোমার শুচিস্নিগ্ধ ললাটে,
আমার হৃদয়-রক্ত-রাগের সুগোল অঙ্কন ।
মনে পড়ে, ঠিক এমনি এক দিনে,
আমার হৃদয়ের উষ্ণতম অনুরাগে,
তোমার শরমনমিত ললাটে এঁকেছিলেম,
এই জীবন-মরণ-সুখ-দুঃখ-গৌরবের গীতি আলেখ্য ।
গেরুয়া মাটির পথের মত,
হৃদয়ের আড়ালে-আবডালে, উধাও হয়ে যাওয়া,
তোমার সুচিকণ সীমন্ত রাঙিয়েছিলেম,
সিঁদূরের সুগভীর সোহাগে ।।