সুন্দরী কালিম্পং এর এই নির্জন প্রান্তিকে,
বঙ রোডের প'রে,
পাইনের ছায়া ঘেরা,
নাম-না-জানা কত বাহারি ফুলে ভরা,
এই সবুজ পাহাড়ের ঢালে,
আজও একাকী দাঁড়িয়ে 'অরুণোদয়' ।


প্রভাত রবির সোনালী আলোর ছোঁয়ায়,
আজও লজ্জারক্ত হয়,
কুয়াশার ঘোমটায় ঢাকা তার মুখ ।
নিঝুম সন্ধ্যায় দূর পাহাড়ের,
কোনো বৌদ্ধ মন্দিরের সোনার ঘন্টাধ্বনি -
আজও তোলে তার আঙিনায়,
নিরন্তর সুমধুর প্রতিধ্বনি ।


হাসি-খুশী-আনন্দমেলার, সেই সোনালী দিনগুলি,
বারে বারে এসে ঘুরে মনের অলি-গলি ।
মনে হয় আজও আছে, আমারই প্রতীক্ষায়,
ছোটোবেলার স্মৃতি আঁকা, নিঃসঙ্গী 'অরুণোদয়' ।।