সে দিন আতরের নৃত্য,
শিউলি সুবাসে ছড়া ছড়ি,
মগ্ধ মুক্তির আবহাওয়া।
তাঁরই মধ্যে থেকে অম্বেষন
সেই পূজার সুবাস।
এখনো প্রবেশ করেনি,
শান্ত শুভ সমীরন,
নিয়মিত হাটের সংকীর্ন পথে।
তাঁরই হর্ষের আলতো ছোয়ায়,
নিয়মিত হাটের পথে,
গিজি-মিজি লোকের ভির।
বন্ধুদের আনা গোনা,
সবই যেন অপেক্ষারত
সংশ্লিষ্ট মেলার আকার বিশেষ।
কখনো কখনো দু-চোখে--
ভেসে ওঠে বিগত সময়।
দিন গুলি একত্রিত,
খুশিতে ভরা।
যদিও খুশি ভরা দিন
তবু দুঃখ তব আছে
কারো দুঃখ আনন্দে নাচে,
কারো দুঃখ প্রকাশ্য ভাসে
কিন্তু হে ইদ্দুভূষন----
বন্ধু যে সর্ব হারা
তার কি জোটে
চৌঅবস্তা, না
চতুর দিনের সুব্যবস্থা?
         -----------