সুদূর আতীত হতে
বর্তমান মানুষের---
সমুদ্র সমারহে
এখন বর্তমান ছারিয়ে,
ভবিষতের দিকে----
একুশ পেরিয়েছি সবে।
সম্পর্কের বাঁধন ছিরে,
চেয়েছি স্বপ্নো ঘিরে,
শিল্পি হতে।
কিন্তু জ্যন্ত মানুষের ভিরে
হাজার স্বপ্নো তীরে,
সব কিছু শূন্য হলে
মিথ্যে জীবন মিথ্যে,
আরো স্বপ্নো তোলে
বেকারত্বের সার্কেলে।
স্বপ্নো শুধু শিল্পি হবার
হাজার পথ বেয়ে
হাজার আত্মার ভিরে।
সুদূর অতীত হতে---
বর্তমান মানুষের,
সমুদ্র সমারহে।
     ----------