হেমন্তের জরায়ূর ভেতর শীত ভ্রূণ ।  
যা কিছু গোপন ক্ষয় ঠোঁটে নিয়ে কাঁপছে বৃহন্নলা রাত।  
ওম দিতে পারে এমন পতঙ্গ
গান ফেলে গেছে কুসুম যোনিতে।  


ছোট ছোট ঘুম আসে  
কে কবে কুসুম মুখে ক'ফোঁটা মধু দিয়েছে যে  
বুক থেকে খুবলে নেবে পরাগ
শুষে নেবে পতঙ্গ মোচ্ছব ?  


ঠোঁট  ফাটা বিনীত শীতে ঘুমিয়েছে ক্লেদজ কুসুম  ;
দু-হাতে রাত ঠেলে জড়ো করি
তারার চুমকি দিয়ে সাজাই ভেষজ ঘুম।


ব্রণের মতো অনুন্নত স্তন
জারোয়া রমণীর মতো বে-আব্রু  
হাওয়ায় খুলে যায় জরায়ূর ঠোঁট  
নিষিক্ত ডিম্বানুর ভেতর
বেড়ে ওঠে প্রসবের হাহাকার।