আগুনের অভিধান
বিকাশচন্দ্র সরকার


আগুন জ্বললে
দু-কদম এগিয়ে আসে আমার সভ্যতা।
আগুন জ্বললে
ফুটে ওঠে আলোর রোশনাই।
আগুন জ্বললে
ইতিহাসের অক্ষরে যুদ্ধ নেমে আসে।


রাঙা দিদা কখনো জানতো না,
আগুনের এতো শ'তো মানে।
রহিমার মা, চুঙা ফুয়াতে ফুয়াতে
চুলার আগুনে সেঁকেছে নিজের রূপ,
সে ও বোঝে নি! আগুনের এতো হয় মানে।


আগুন জ্বললে
কাঁটা তারে ভরে ঘর।
আগুন জ্বললে
ধর্ম শানায় ধার।
আগুন জ্বললে
উদ্বাস্তু খাবারেও নামে
অভিনব হিংস্রতায়, আতুরে হানাদার।