আমার তুমি
বিকাশচন্দ্র সরকার


তুমি বলতে,
একটা পাঁচ থেকে ছয় ফুট মানুষ নয়।
তুমি বলতে,
স্মিত হাসির কোনো গোলাপী ঠোঁট নয়।
তুমি বলতে,
রক্তিম আভায় সাজানো চিবুক নয়।
তুমি বলতে,
হরিণ কালো কোনো চোখ নয়।


আমার তুমি,
ভরা নদী ভরা জল।
আমার তুমি,
রুগ্ন মাটির শ্যামল শতদল।
আমার তুমি,
বনানী শকুন্তলা।
আমার তুমি,
হারোনো সুরে নতুনের পথে চলা।


তুমি বলতে,
অপ্সরী নূপুরের সুছন্দ নয়।
তুমি বলতে,
বদ্ধ প্রকৃতির কোনো সাজানো প্রতিমা নয়।
তুমি বলতে,
দু-চালা ঘরে শোকের ছবি নয়।
তুমি বলতে,
পর্ণ-বোধে কোনো নগ্ন শরীর নয়।


আমার তুমি,
জননী যুথীর নবীন সভ্যতা।
আমার তুমি,
পল্লী গাঁথায় আধুনিক দৃঢ়তা।
আমার তুমি,
শৃঙ্খল ভাঙা তারা।
আমার তুমি,
প্রান্তিক ক্ষণে আগামীর শতধারা।