বেলা শেষে
বিকাশচন্দ্র সরকার



এখন সময় সীমানা দিয়েছে টেনে,
একাকী যখন উদাসী এ মন
তোমায় খুঁজে ফেরে।
কালের গভীরে ঝরে যায় ঋতু
ফুলে ফলে ছায়া ফেলে,
আরশিতে মন তুফান তোলে
এখনো সময় পেলে।


প্রভাতের দীপমালা,
গেঁথেছে ছড়ায় আলোক গাঁথা
আপন পরাণ প্রিয়া।
মেলেছে কথা স্রোতের টানে
মুক্ত আকাশ পটে,
শুভ্র সবুজ পটভূমিকায়
সেদিনের শুভ সাজে।


এখন আমার সাঁঝের বেলা
হারানো কথার ভীড়ে,
কাব্য বোনে স্মৃতির পাতায়
মেঘ পলাশের সাথে।
রাতের তারায় আলপনা দেয়
তোমার জ্যোতির মালা,
বাঁধবে আমায় রোজ বলে যায়
সুজন সুখের খেলা।


উপমিত আজ একক আপন ক্ষনে,
যতটা তাকাই পিছন ফিরে
শ্রাবনের ধারাপাতে।
স্বজন সুজন বেশে,
যারা ছিল কাছে আপন ঘরে
প্রেমের জোয়ারে ভেসে।
এখন কেমন অচেনার ছলনায়,
তারা গেছে সরে তুফান মেলে
একা ফেলে মোহনায়।


প্রবাহী জীবন তবু যে ভীষণ একা,
কামিনী শাখায় যত দেয় দোলা
বেলা শেষে শেষ বেলা।
থাক না কথায়
ব্যাথার সাগর ঢেউ,
এলে তুমি কাছে মিলনের সুখে
নতুন জীবন ভোর।


পরম তুমি বোধের উপমায়,
শুনেছ আমার হৃদয় ধ্বনি
আজীবন মমতায়।
ডাকিনি তোমায় ভীষণ আপন করে,
এসেছো তবু ভীষণ কাছে
আজ অবেলার সুরে।
মোহময়ী রূপ আজ অরূপের কাছে,
জাগায় তৃষা বিশ্বলোকে
ভালবাসা ভালবেসে।