গ্রাম
বিকাশচন্দ্র সরকার


গ্রাম মানে এক সবুজ ঘাসের
সরল জীবন ছবি,
স্রোতের ধারায় নদীর মতো
কল্পনা সুখ-পাখি।
প্রভাত ফেরীর কিরণ ছটায়
পাপড়ি মেলে চোখ,
কল্প খুশীর ইচ্ছে কলি
নবীন জীবন বোধ।


গ্রাম মানে এক চিত্রকলা
রাখাল বাঁশির সুর,
মেঠোপথের বাঁকে বাঁকে
জীবন সু-মধুর।
প্রজাপতির রূপের ছটায়
কৃষক মায়ের কোলে,
ঘুমায় শিশু আদুল গায়ে
পরম আকাশ তলে।


গ্রাম মানে এক পূর্ণভূমি
মাতৃ ভালোবাসা,
সকাল সাঁঝে চিবুক ছুঁয়ে
প্রদীপ শিখায় আশা।
স্বপ্ন জ্যোতির জোনাক তারায়
জ্যোৎস্না লুটোপুটি,
ঋতুর সাজে পসার সাজায়
উষ্ণ পলি মাটি।


গ্রাম মানে এক রূপকথা দেশ
বাউল ভাটিয়ালি,
পদধ্বনির নবীন পাতায়
নিত্য দিপাবলী।
স্বজন আমার স্বজন তোমার
রূপক মহিমায়,
দিগন্তে রূপ জ্যোতিরময়ী
চির শান্তিময়।