ঝলসানো মাটির গন্ধ
বিকাশচন্দ্র সরকার



ক্রুশবিদ্ধ যীশু
আর ঝলসে যাওয়া ব্রুনো।
দেখতে পাচ্ছো?
সত্যের মোড়কে ধর্ম
আর ধর্মের মোড়কে সত্য
কেমন মিশে যাচ্ছে দানবীয় উচ্ছ্বাসে।



বহুদলীয় গণতন্ত্র,
বহুদলীয় আকাঙ্ক্ষা,
যখন ক্ষমতার অধিকারী হবে বলে
শান দেয় বিচ্ছিন্নতাবাদের তরবারি।
তখন একজন বলে ওঠো,
"পৃথিবীতে শান্তি ঝরে পড়ুক।"
একজন বলে ওঠো,
"এসো জ্ঞানের আলোকে প্রজ্জ্বলিত হই।"



তারপরেও
ক্রুশবিদ্ধ থেকে গেছো তুমি।
আগুনের লেলিহান শিখায় তুমি ঝলসে ওঠো।



আসলে আমার পৃথিবী জুড়ে
অন্ধ থেকে গেছে ধৃতরাষ্ট্র।
আসলে তোমাদের পৃথিবী জুড়ে
শকুনির মহা নৃত্য।