প্রত্যয়
-বিকাশচন্দ্র সরকার


তুমি বলেছিলে সতেজ ধমনীর আলপনায়
আমার পৃথিবীর মানচিত্র এঁকে দেবে।  
প্রস্তর যুগ পেরিয়ে দাবানলের অলিন্দে
কত রাত পার করে হেঁটে গেছি
সুনিপুন শৈশব ভেঙে ভেঙে
শুধু আমার সীমাহীন মানচিত্র দেখবো বলে।


আজ আমার আকাশ জুড়ে শ্রাবনের বান
কাঁটাতারের হ্রিংস্রতায় লাশ ঝরে পরে
বুলেটে বুলেটে রাষ্ট্রীয় ক্ষমতায়ন
যুগে যুগে যে পাশব বাহু
তীক্ষ্ণ নখের ফলায় জরায়ু ছিন্ন করে
আজো তার হুঙ্কার জনপদ জুড়ে।


তবু আমি পার করি অপেক্ষার দিন
বিটপীয় ভ্রূণে খুঁজি জন্মান্তর ভোর
শব্দহীন আর্তনাদ চলচিত্র ছুঁলে
স্লোগানে মুখর হই জ্যোস্নায় ভিজে
উল্লাসে উদ্বেলে রূঢ়তার গায়ে
মানবিক মুখখুজি সলিল ক্যানভাসে।


এখন আমার রাতের কথাগুলি
শুন্যতার অবকাশে শুভ্র মুক্তি খোঁজে
জোনাকির আহ্বানে আমার স্বরলিপি
আগুন নদীর কথা নীরবে যায় বলে।
প্রত্যাশার যে পথ জুড়ে তুমি আমি চলি
মিশে যায় সে পথ শুকতারা ভোরে।


আশারাখি একদিন আমার নবীন প্রাণ
ধূসরিত মরুপথ পার করে ম্যানগ্রোভ স্রোতে
ফেরারি আলোকে তোমার অভিমানী চিবুক ছুঁয়ে
শরীরী রেখায় আমার মানচিত্র খুঁজে নেবে
পত্রলেখা গলে কঠিন পাথরের বুক চিরে
চঞ্চলা খরস্রোতে উর্বর পলির সবুজ ঝরাবে।