সকাল বেলা
বিকাশচন্দ্র সরকার


নাম না জানা ছোট্ট পাখি
রোজ সকালে এসে,
গল্প বলে আমার কাছে
জীবন ভালোবেসে।


ফুল তো ফোটে রোজ সকালে
পাপড়ি কিশলয়,
রঙিন প্রজাপতির মেলায়
সৃষ্টি অনুনয়।


আমার সকাল তোমার সকাল
আলোর পথে হেঁটে,
প্রাণের ছটায় মেলবে ধ্বনি
সহজ জীবন পটে।