স্বদেশ
বিকাশচন্দ্র সরকার


আমার কাছে স্বদেশ মানে
সবুজ গাঁয়ের সতেজ মন,
গেরুয়া মাটির পথের ধারে
মুক্ত প্রাণের আলিঙ্গন।
মাটির বুকে মাটির কথা
মাটি মানে নাড়ীর টান,
মায়ের কোমল ভালোবাসায়
স্বদেশ আমার মহান দান।


আমার কাছে স্বদেশ মানে
সবুজ নদীর সুর তুফান,
ঝর্ণা ধারায় নূপুর পায়ে
পাথর প্রমাণ আস্ফালন।
শ্রাবণ রাতের জ্যোৎস্না ধারায়
বন ময়ূরীর নৃত্য তাল,
সবটুকু সুখ চোখের পাতায়
স্বদেশ আমার স্বপ্নকাল।


আমার কাছে স্বদেশ মানে
সবুজ মানুষ রঙ বাহার,
বিশ্বমাঝে আমার আমি'র
সৃষ্টি জোড়া ইস্তাহার।
লক্ষ আশার বর্ণমালা
ভিন্ন ভাষা ধর্ম রূপ,
চোখের পাতায় মুকুল তবু
স্বদেশ আমার আদিরূপ।


আমার কাছে স্বদেশ মানে
পানশি ডিঙায় মাটির সুর,
ভুখা থালায় এক মুঠো ভাত
তপ্ত পথের আলাদিন।
বীরত্ত্বের এক ধর্ম গাথা
জীবন জোড়া জ্যোতির্ময়,
প্রাণের মেলায় রঙের তুফান
স্বদেশ আমার সর্বময়।


আমার কাছে স্বদেশ মানে
শিক্ষা আনে প্রগতি,
কৃষক বুকে শিল্প ছটা
বারুদহীনা সংহতি।
সকল মাঝে সত্য দ্যূতি
হিংসাহীন এক সমাজপট,
নতুন আলোয় প্রভাতফেরি
স্বদেশ আমার প্রেক্ষাপট।