তোমার জন্য
বিকাশ চন্দ্র সরকার


প্রতীক্ষায় থাকি,
কোনো এক ভোরে, তোমার আলিঙ্গনে
একটা সকাল আনব।
আনব সন্ধিবিহীন, শর্তবিহীন সন্ধ্যা।
তোমার চোখে রাত নামাবো,
শুদ্ধতা সুন্দর নক্ষত্রের মতো।


প্রতীক্ষায় থাকি,
খোলা আকাশের নিচে
তুমি ঝর্না হবে।
মিশে যাবে সুর, হেমন্তের ছায়ার মতো।
একরাশ ঝুম বৃষ্টি শেষে
জ্যোৎস্না ছুঁয়ে যাবে, সবুজ অরণ্য।
আলোচিত সব জীবনের পরে,
বাতাসের গন্ধে লীন হয়ে মিশে যাব।


প্রতীক্ষায় থাকি,
তোমার বুকে ঘাসের গন্ধ ছিটিয়ে
মায়াবী মনে আত্মা নামাবো।
দুটো স্বল্প সাহসী আত্মা, পরাজিত অবয়ব।
আমার চতুর্পাশে তোমার এক জনমের গন্ধ,
শরীর পেরিয়ে তোমার হৃদয় স্পর্শ করব।


প্রতীক্ষায় থাকি,
তোমার আকাঙ্ক্ষার একঝাঁক অশ্রুর মতো
ফুল ফোটাব।
রামধনু রঙে  ভরাব তোমার পাঁজর।
ক্লান্তিহীন গঙ্গোত্রী তোমার শিড়দাঁড়া বেয়ে,
আমার লালমাটিতে শিমুল ফোটাবে,
চির-নবীন বসন্তের মতো।


প্রতীক্ষায় থাকি,
তোমার হাতে হাত রেখে হেঁটে যাব
প্রজাপতির ডানায় স্বপ্ন ছড়াব,
যেন কোন পুস্পিত মধু তোমার সত্বায়।
নীল কুয়াশার সাগর পেরিয়ে
শুধু তোমার জন্য
দিগন্ত হারাব।