উপলব্ধি
বিকাশ চন্দ্র সরকার:


আমি জানি
মাটি মানে মায়া,
আমি জানি
নদী মানে গান।


সবুজ পৃথিবী গড়ে প্রাণ
প্রাণ মানে,
ভালোবেসে, ভালোবাসা ক্ষণ।


আমি জানি
আলো মানে ভোর,
আমি জানি
কবি মানে বিজয় তোরণ।


গল্পটা জীবনের রূপ
রূপ মানে,
সৃষ্টির, সৃষ্ট অরূপ।


আমি জানি
পথ মানে আশা,
আমি জানি
পাখি মানে মুখরিত কথা‌।


হিমালয় খোঁজে আজো রোদ
রোদ মানে,
চেতনায়, চেতনা প্রমোদ।


আমি জানি
রঙ মানে পলাশ শিমুল,
আমি জানি
দেশ মানে প্রথার প্রাচীর।


চুম্বনে রোজ ফোটে ভাষা
ভাষা মানে,
এক আকাশ স্নিগ্ধ কবিতা।


আমি জানি
চেনা মানে মোহনার সুখ,
আমি জানি
ফুল মানে প্রজাপতি মুখ।


শ্রাবণের বুক পোষে ঢেউ
ঢেউ মানে,
বেঁচে থাকা, বাঁচার মতোন।


আমি জানি
তুমি মানে আমার জগৎ,
আমি জানি
সাঁকো মানে ছন্দের যোগ।


দিগন্তের সূচনায় নতুন জীবন
জীবনের মানে শুধু,
জ্যোতি, আর জ্যোতির কিরণ।