রাজা সেদিন বলল হেঁকে
পাত্র মিত্র আর মন্ত্রী ডেকে
এক মুকুট আমার চাই,
আনো ডাকি স্বর্ণকার
যে মুকুট বানায় চমৎকার
যা এ জগতে নাই।


যতই টাকা হোক ব্যয়
মুকুটে যেন কোহিনুর দেয়
হবে অতুল কীর্তি মোর;
যা বলে বলুক নিন্দুকে
রাখব তাকে সিন্দুকে,
টের পাবে না নোবেল চোর।


মন্ত্রী বলে শুনুন রাজা
বললে কটু দেবেন সাজা
বলছি বিনয়ের সঙ্গে-
গরিব দুঃখী অনাহারে
লুটায় ধূলায় রাস্তা'পরে
বস্ত্রহীন অঙ্গে।


প্রাণে বড় ব্যথা জাগে
এদের কথা ভাবুন আগে,
হে মোর নৃপতিশ্বর।
জন্মান্তরেও এমন দান
হবে না তো ম্রিয়মান
এ যে কীর্তি অবিনশ্বর।


রাজা তখন বলল হেসে
মন্ত্রীর কথায় ভালোবেসে
তবে মুকুটে নেই কাজ;
জনগণ যেথা দুঃখ জানায়
আমার কি বাহাদুরী মানায়!
চৈতন্য হল আজ।


করব আজ গরিবে দান
তাতেই মোর বাড়বে মান
মুকুট কিবা হবে,
আমার দেশের যত দুখী
আজ হতে সবাই সুখী
কষ্ট নাহি রবে।।