সকালে পূব দিকের জানালার পাশে
বসেছিলাম।দরজা ঠেলে অমর আসে
হাতে নিয়ে আধুনিক কবিতার বই।
কোন প্রশ্ন আছে?-আমি জিজ্ঞাসু হই।


পাতা উল্টে একটি কবিতা পড়ে
শোনাল সে। বলল- কী করে
এমন ছন্দহীন দুর্বোধ্য শব্দের সমাহার
কবিতা হল? ভেবেছি আমি বারবার
উত্তর পাইনি। তাই এসেছি আপনার কাছে।
বলুন স্যার- এর কি কোন জবাব আছে?


বললাম তারে করুনস্বরে-আমিও ভেবেছি তা,
'দুই বিঘা জমির' সে প্রাণের ছন্দ আর পাব না।
জীবনটা আজ ছন্নছাড়া, বিশৃঙ্খলায় ভরা চারিদিক
তাই কবিতারও ছন্দ পতন; এটাই তো স্বাভাবিক।