আরেকটি নববর্ষ এলো সময়ের ঘূর্ণীপাকে
কান্না-হাসির অবগাহনে ঝিরঝিরে বৃষ্টিতে
মুচে দিয়ে পূর্ণ বৎসরের কালিমা..........


শতাব্দীর পর শতাব্দী হেঁটে
গেছে  অমানিশায় যাঁরা
তাঁরাও বৈশাখী মেলায় ফিরে
পায় কচি ঘাসের সজীবতা।
ওভারটাইম খেঁটে খাওয়া মানূষ
ফুসফুস ছেয়ে গেছে কার্বন-মনোক্সাইডের
কালো ধোয়ায়, মেরুদণ্ড বাঁকা,
তবুও শুকনো মুখে নববর্ষী
বনাসের হাসি !
বৈশাখী নববর্ষ মনে হয়
শারদীয়া কাশ কিংবা
ঈদের বাঁকা চাঁদ............!


দীর্ঘদিন থেকে যারা রক্তনদীর
স্রোতে গা ভাসিয়ে গাঢ় করেছে
তিরঙার শিহরণ তুলা রং ।
তারা পাড়ি দিয়েছে
কোন নাম না জানা দেশে।
তাদের সাথে হাঁটি আমি
স্বাগত জানাই  বৈশাখী নববর্ষ........
স্বাগত নববর্ষ.........!!