অবতার হয়ে এসো তুমি
              
                    বিলাস ঘোষ


অন্যায় ব্যভিচার দেখি আজ ধরাধামে
দুর্যোগের মেঘ থেকে অকালে বৃষ্টি নামে৷
গোটা পৃথিবী এখন কংসের কারাগার
ঘোর সংকটে আজ কে করবে উদ্ধার?
অধর্মের সিংহাসন জুড়ে দুর্যোধনের দল
আজ দ্রৌপদী'র মুছাবে কে আঁখি জল?
দশদিশে অসংখ্য কৌরব চালায় তান্ডব
ধর্মরাজ্য কি করে রক্ষা করবে পঞ্চপান্ডব?
ধর্মরাজ্যে শোনা যায় দুর্ভিক্ষের হাহাকার
কে করবে আজ পাপ, অধর্মের সংহার?
পাপাচারে ভরে গেছে দেখি শান্তির ধরাতল
ধর্মকথা শুনলে কানে, চোখে আসে জল৷
কংসরূপী দুষ্টদের চিরতরে করতে দমন
ধরাধামে এসো হে কৃপাসিন্ধু, এসো মধুসূদন৷
দ্বারকা'র নাথ তুমি, মথুরায় মুক্তির কান্ডারী
বৃন্দাবনে কুঞ্জমাঝে তুমি প্রেমের পূজারী৷
অবতার হয়ে এসো তুমি, হে দেবকী নন্দন
পুণ্য জন্মাষ্টমীতে ভীত হোক কংসরূপী মন৷
_______________________