আজ একবিংশের আকালে কেউ কথা রাখেনি৷
যে নদীর শ্রাবণের দিনে ভরা তার বুক,
চৈত্রে তারই তপ্ত বালির উপর দেখা যায় অন্য এক রূপ।
কত যুবক যুবতী মিথ্যে আলোর চমকানিতে করেছে পথ ভুল!
কতবার তারা কত পথ ধরে দিয়েছে ভুলের মাশুল!
কেউবা গিয়েছে অকালে ঝরে, আর কারো কবরের পাশে
ছোট্ট একটি ঘাস ফুল। তা কি তুমি জানো?
হাজার হাজার প্রতিশ্রুতি, লক্ষ লক্ষ স্বপ্ন
আর বাঁচার নেশায় পাগল হয়েছিল ওরা।
কত সন্তান হল মাতৃ হারা, কত মা হল ভিখারী
কত ভিখারী আজ পথের আলোয় অনিদ্রা রাত্রির প্রহরী।
ওরাও স্বপ্ন দেখে, বার বার দেখে৷
খুঁজে, গোধূলির আকাশে রক্ত রঙের নব ঊষার আলো।
আর আমি? সভ্যতার অগ্নি গর্ভে দাঁড়িয়ে থাকা এক পথচারী৷
বেঁচে আছি, আগামীর হাসি দেখবো বলে!
•••••••••••••• ◆◆◆ •••••••••••••••