প্রাণ শিখা মোর উঠুক জ্বলে
প্রতিবাদের আগুনে,
প্রাণ ভয়ে না ভীত হয় কভু
ভয় নেই মোর মরনে৷
চারি দিকে কত অরাজকতা
বঞ্চিত কত নর-নারী।
প্রতিবাদী সব ভাবমূর্তি
করতে হবে দল ভারী৷
প্রাপ্য যা মোর পাইনি আজও
প্রতিবাদের অভাব,
বঞ্চিত কেন আজও মোরা
দিতেই হবে জবাব৷
শান্তির পথের যাত্রী মোরা
হচ্ছি তবুও অশান্ত,
বারবার মোরা গর্জে উঠবো
হবনা মোরা ক্ষান্ত।
ন্যায্য দাবী অর্জনে কত
তাজা প্রাণ গেল ঝরে,
প্রতিবাদ তবু যায়নি থেমে
আসেনিতো কেউ সরে!
প্রতিবাদ যদি যায় গো থেমে
হতে হবে ফের পরাধীন,
আশ্চর্য প্রদীপ পাবেই পাবে
তুমিওতো এক আলাদীন!