শিবরাত্রির মহা ব্রত
শিব চতুর্দশী ৷
মুখেতে কুলুপ এ্যাঁটে
ঘরনী উপবাসী৷
শিব শক্তি, শিব মুক্তি
শিব পরিত্রাতা,
পতিব্রতা সতীর কাছে
শিবই বিধাতা৷
শিবরাত্রি নারীর তরে
একথা নয় সত্য,
নারী-পুরুষ সবার তরেই
শিবরাত্রির ব্রত্য৷
আকন্দ আর ধুতরা ফুলে
বিল্বপত্র সাথে ,
যতনে গাঁথিয়া মালা
পরাবে প্রভুর মাথে৷
দুগ্ধ ঘৃত ডাবের জল
ঢালবে শুদ্ধাচারে,
নমঃ শিবায়ঃ স্তুতি
কহ বারে বারে৷
শিবরাত্রির ব্রতী যাঁরা
হোক পূর্ণ অভীষ্ট,
আশুতোষই শিবের নাম
তিনি, বেল পাতাতেই তুষ্ট।
°°°°°°°°°°•••••••°°°°°°°°°