যদি বলি ভালোবাসি
বিলাস ঘোষ


তোমার আমার সম্পর্কটা যতিচিহ্নে নির্ভরশীল,
হয়তো তার শুরু বা শেষ কিছুই নেই
জমা খরচের হিসেব নেই
ব্যাকরণের উদ্দেশ্য বা বিধেয় নেই
জটিল অঙ্কের সমীকরণ নেই,
আছে শুধু - অজ্ঞাত অভিমান, কিছু আবেগী প্রশ্ন
অনেকটা আশা আর কিছু স্বপ্নিল রাত৷
তাজা গোলাপের মত টসটসে ভোরগুলো
অভিমানী শিউলি হয়ে মাটিতে ঝরে পড়ে সকালে,
বাতাসের সাথে তার গোপন প্রণয় প্রচ্ছন্ন হয়
                   রাতের অন্ধকারে...!
সে কথা জানে শুধু কৃষ্ণ দ্বাদশীর চন্দ্রকলা
আর জানে বিনিদ্র রাতে বালিশ ভেজা অশ্রুবিন্দু৷


আমি জানি না, তুমি সত্যিই আমাকে বুঝতে পেরেছ কিনা!
তোমাকে পাবো না জানি, তবু হারানোর ভয় হয়
তোমার কোনো কিছুতে আমার কিছুই নেই,
আবার অনেক কিছুই আছে।
তোমার ভালো বা মন্দ শুধুই কি তোমার!
হয়তো তুমি বলবে - "তাতে তোমার কি যায় আসে?"
হয়তো আমার কিছুই না তবু....
যদি বলি ভালবাসি...!!!
__________________________