কান পেতে রই নিঝুম রাতে তারার পানে চেয়ে
আসবে বুঝি স্বপ্ন পরী আলোর পথটি বেয়ে৷
জোনাক পোকা আঁকবে ছবি সৃষ্টি সুখের উল্লাসে
গভীর রাতের আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ ঐ হাসে।
সবাই যখন ঘুমের দেশে আমি তখন জেগে
দেখব তখন গাছের পাতায় স্বপ্ন আছে লেগে৷


কান পেতে রই নদীর কুলে বাতাস বহে যেথা
নদীর স্রোতের সঙ্গে কহি আপন মনের কথা৷
আসবে ভেসে বাতাস পথে ছাতিম ফুলের গন্ধ
ফুল পাখিদের আখড়া হবে  ভুলে আপন দ্বন্দ্ব ৷
প্রভাতকালে ঊষার আলোয় জাগবে মনে আনন্দ
জীবন পথে আসবে ফিরে চলার পথের ছন্দ।
              --------- :: --------