নতুন রবির নতুন আলোয় নতুন বছর আসে
নতুন গানের নতুন সুরে নতুন ফুল হাসে।
সুখ-দুঃখের কতই স্মৃতি মলিন জীর্ণ পাতায়
চাওয়া পাওয়ার অঙ্ক কষি আজ জীবন খাতায়৷
ঝরা পাতার দিনগুলিকে আজকে পিছনে ফেলে
নব কিশলয়ে বৃক্ষ শিশু মুক্ত বাতাসে খেলে৷
সাঙ্গ হলে চৈত্র মাসের বাদ্যি বাজনা ঢাক
নব কলেবরে নবরূপে সাজছে যে বৈশাখ৷
মনেতে খুশীর ঝড় ওঠে সবকিছু লাগে প্রাণময়
দুঃখের রাত্রি মুছে গিয়ে হবে নতুন সূর্যোদয়৷
দুর্দশা গ্লানি আছে যত রবির আলোয় হবে ম্লান
পুরাতনকে পাথেয় করে গাই নতুনের জয়গান৷
আবাল বৃদ্ধ বনিতা সবার আনন্দ চিত্ত হর্ষে
অভিমান ভুলে এক হয়ে যায় আজি নববর্ষে৷
নব বস্ত্রে পত্র পুষ্পে সাজিয়ে ফল মিষ্টান্নের থালা
ধূপ-দীপে, শঙ্খ ধ্বনীতে নববর্ষ বরণের পালা৷
এসো ভাই এসো বন্ধু মোর, এক প্রাণে যাই মিশে
নব অঙ্গীকারে আবদ্ধ হই, ভাবনা থাকবে কিসে!
হে মোর প্রাণের দেবতা তোমায় নিত্য স্মরি
সমৃদ্ধ হোক সবার জীবন এই কামনা করি।
সবার মনে খুশী দাও প্রভু দেখাও আলোর পথ
এমনি করেই আসুক ফিরে নববর্ষের রথ৷
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                       সমাপ্ত