বর্ণমালায় বিদ্যাসাগর
সহজ পাঠে রবীন্দ্রনাথ,
বাঙালির হৃদয়ে আলোর প্রতিফলন।
চলার পথের প্রতিটি পদক্ষেপে তোমার মহিমা
ভরা শ্রাবনের নিকস কালো মেঘের অন্তরালে,
শরতের কোনো এক ভোরে শিউলি তলায়
কাশফুলে ভরা নদীর কিনারায়
তালবনে ঘেরা দিঘীটির প্রান্তে এখনও টের পাই৷


পঁচিশে বৈশাখের আনন্দমুখর দিনে কিম্বা
বাইশে শ্রাবনের বৃষ্টিস্নাত বিকালবেলায়
আজও অনুভব করি তোমার উজ্বল উপস্থিতি৷


সন্ধানী চোখ এখনও খুঁজে ফেরে তোমার অস্তিত্ব
পৌষে নবান্নের দিনে, মাঠ যখন ভরে থাকে সোনালী ধানে
তোমার আশীর্বাদ ঝরে বাংলার প্রাণে।


যতবার আসিব ফিরে এই ভুবনে,
দেখি যেনো তোমার স্মৃতিরা ছুঁয়ে থাকে বাঙালির প্রাণে।
তৃপ্ত চিত্তে বলতে চাই -


ও আমার প্রাণের রবি ঠাকুর
আমি তোমায় ভালোবাসি,
কবিতার ছন্দে গানের সুরে
আমার রোদন আমার হাসি।
_____________________