- বিলাস ঘোষ


অদম্য ইচ্ছাশক্তি জয়ী হয় চিরকাল
জন্মের সময় সোনার চামচ মুখে না থাকলেও চলে
কয়লার খনিতে মহামূল্যবান হীরক জন্মে
রূপের ডালি বুদ্ধির কারচুপিতে অতি নগন্য।


রাম-খ্রিষ্ট-আল্লা একত্রে বাস করে যে অন্তরে
তাকে কি বলা উচিৎ.....!
         মন্দির, মসজিদ না গির্জা....?
                    নাকি সব ধর্মের তীর্থস্থল?


তিনি মানুষের মত দেখতে স্বয়ং ঈশ্বর
                              তিনি সৈনিক
                                   তিনি অবিনশ্বর....
উপাসনার জন্য মন্ত্র বা উপঢৌকন লাগে না
কর্ম চায়, দৃঢ়তা চায়, আত্ম বিশ্বাস চায়,
  তিনিতো নিজে সূর্য, তিনি নিজে জ্বলে জ্বলতে শিখিয়েছেন
                         আলোয় ভরিয়ে দিয়েছে এঁদো প্রতিবিম্ব।


প্রণাম ঐ রাতুল চরণে ভারতের "মিসাইল ম্যান"
অন্তরের শ্রদ্ধা হে যুগ-যুগান্তের আদর্শ
                                        স্যালুট কালাম স্যার....
__________________________