স্বাধীনতার স্বপ্ন দেখি
          --- বিলাস ঘোষ


দু'শো বছরের ক্ষমতার অবসানে
রক্তক্ষয়ী প্রাণ বিসর্জনে
স্বাধীন হয়েছে ভারতবর্ষ,
বাহাত্তর বছরের স্বাধীনতার সুখ
পেয়েছে কি ভারতবাসী!
প্রশ্নটা থেকেই যায় স্বাধীন মনে,
তাই স্বাধীন মনে স্বাধীনতার স্বপ্ন দেখি৷


স্বাধীনতা দিবসের পরদিন আজও -
পতাকা কুড়ায় পাগলটা, স্বাধীন মনে।
তিরঙ্গা গোচ্ছিত থাকে বাবুদের
দামি আলমারিতে বা কার্নিশে,
স্বমহিমায় দেখা যাবে আবার একটি বছর পর
নেতাজী, বাপুজী, বি-বা-দী কিম্বা ক্ষুদিরাম
ফুল, মালাচন্দনে পড়বে ঢাকা
এটাই বুঝি স্বাধীনতার মানে!
প্রশ্নটা থেকেই যায় মনে,
তাই আজও স্বাধীনতার স্বপ্ন দেখি...


লাশ কাটা ঘরে পণ্য হয় বেচারা লাশ
কামাগুনে ধর্ষিতা হয় মা-বোন,
সীমান্তে আজও প্রাণ দেয় বীর জওয়ান
ত্যাগের গরিমা লুন্ঠিত কালের ধুলায়
রাজনীতির নোংরা জলে ভাসমান মহান ত্যাগ
এই কী আমার স্বাধীনতা!
প্রশ্নটা থেকেই যায় মনে,
তাই আজও স্বাধীনতার স্বপ্ন দেখি....


বিবর্ণ নোনাজলে মুছে গেছে রক্তের দাগ
দাড়িপাল্লায় ওজন হয় অাত্মত্যাগ,
হুজুগের আবেগে হারায় যুগের মহিমা
মাটি ভিজে যায় মায়ের চোখের জলে৷
সৃজনশীল ভাষণে মুগ্ধ জনতার
করতালিতে উপসংহার ....
দেশভক্তি'র নমুনা কবির কবিতায় কিম্বা
শিল্পীর গানে প্রকাশিত৷
তবুও স্বাধীনতা পেয়েছে কী ভারতবর্ষ!
প্রশ্নটা থেকেই যায় মনে -
তাই আজও স্বাধীনতার স্বপ্ন দেখি...!
____________________