জীবন্ত আগ্নেয়গিরির মতো,
নিজে পুড়ে পুড়ে হচ্ছো ছাই
অথচ তুমিই ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ।
নিজে জ্বলে অপরকে আলো দিলে সারা জীবন
তুমি মানুষ নও, তুমি দেবতা ৷


কখনও দেখেছি তোমাকে গাঁইতি হাতে
ভাঙতে পাথরের বুক
কখনও দেখেছি ঝুড়ি মাথায় বইতে জঞ্জাল
কখনও বা বানাতে রাজপথ, অট্টালিকা৷
অথচ তোমার বাস অন্ধকার বস্তিতে....
স্তম্ভিত হই কল্পনায় জিজ্ঞাসু নয়নে -
পরের সুখের লাগিয়া যে করছে জীবনপাত,
তার ঘরেই আলো জ্বলেনি নেই দু'মুঠো ভাত!


পৃথিবী যদি সবার হয় তোমারও আছে হক।
তোমার শ্রেষ্ঠ সম্পদ, তুমি দিয়েছো সবার তরে
তুমি মানুষ নও, সাক্ষাত বিশ্বকর্মা ৷
বাঁচার অধিকার তোমারই আছে,
অধিকার তোমারই সুখে থাকার৷
ভুলিনি আজও সেই রক্তাক্ত দিন
তোমার দাবী ন্যায্য, হয়নি কোনো ভুল৷
হয় যদি রাজপথ হয় যদি অট্টালিকা,
ইঁট কাঠ পাথরের নয় , তোমার ঘাম রক্তের দাম
তোমার হাতেই উন্নয়ন, আমার সুখে থাকা৷


বেঁচে থাক শ্রম, বাঁচুক শ্রমিক শুধুই পরের তরে
তাই তুমি শুধু মানুষ নও, তুমি সৃষ্টির শ্রষ্টা...
__________________________