- বিলাস ঘোষ


আমি ফুলের কান্না শুনিনি কখনও
পাখির ব্যথাভরা গান শুনেছি বহুবার,
সেই ব্যথায় শোক খুঁজে পাইনি৷
বাতাসে নীল রঙে লাল মিশে যেতে দেখেছি
আবার দেখেছি আনন্দে আপন ছন্দে বইতে।
পদপিষ্ট হওয়া দূর্বা ঘাসকে দেখেছি -
আবার সবুজ, তরতাজা হতে
শৈবালে আবদ্ধ গতি হারা নদীকে দেখেছি
মোহনার দিকে ছুটে যেতে৷
মেঘে ঢাকা আকাশটাকে দেখেছি আনন্দে কাঁদতে৷
গর্বে স্ফীত গগনচুম্বী অট্টালিকার বুকে দেখেছি
কুঁড়েঘরের প্রতি ভয়ের সংকেত৷


নদীর এপার - ওপারের মত আমরাও......
একে অপরের সুখ দেখি, যন্ত্রণার ভাগ নিই না।
শুধু আফসোস হয় - সত্যি, কত সুখী ওরা!
যেদিন তুমি ভাগ নেবে অন্যের যন্ত্রণার
সেদিন তুমিও সুখী হবে ওদের মত,
ফুল, পাখি, নদীর মত তুমিও খুশীর জোয়ারে ভাসবে৷
তুমিও সেদিন হাজার যন্ত্রনা বুকে রেখে বলবে -
সুখেই আছি...... সুখেই আছি.......।
__________________________