অনেক দিন হলো যুদ্ধে যাওয়া হয়না
একজন মুজিব , একজন চে , একজন নেতাজী নেই বলে
মাঝ রাত্রিতে কেউ আর আমায় বিপ্লবের ডাকে ডাকেন না।


কারফিউ ভাঙার স্মৃতিতে সেই কবে থেকেই জমে আছে ধুলোর পাহাড়
জনতার দাবি মানতেই হবে, মানতেই হবে জনতার দাবি
এ কথা বলার সাধ্যি যেন এখন নেই কারো আর।


ভুলেই তো গেছি , মিছিলের সামনে উদম গায়ের একজন নূর হোসেন
“স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক”
শেষ বার কবে যেন বুকের মানচিত্রে লিখে গিয়েছিলেন।


আজকের এই সব মসৃণ রাস্তায় আমি যখন হাঁটি
ভীষণ অমসৃণ আর অদ্ভুত রংয়ের জীবিত লাশ দের
চলাচল দেখি, যারা কিনা ভীষণ রকম পরিপাটি।


আজ মনে হচ্ছে সবাই মরে থেকেই যেন বাঁচতে চায়
একজন মুজিব, একজন চে, আর একজন নেতাজী
এখন আর কেউ ই হতে চাচ্ছে না হায়।


সেদিনের মতো যদিও আজকে সমতা নেই, সাম্য নেই
কথা বলার অধিকার কেবল কারো কারোরই
মুকুট হীন রাজার শাসনে জনতার অংশগ্রহণ নেই।


অথচ গণতন্ত্রের জন্য, মুক্তির জন্য , সাম্যের জন্য
আমাদের দাবি মানতেই হবে এই কথা বলার জন্য
নেতাজী নেই মুজিব নেই এমন কি নেই কোন মুজিবীয় সৈন্য।


অনেক দিন হলো যুদ্ধে যাওয়া হয়না
একজন মুজিব , একজন চে , একজন নেতাজী নেই বলে
মাঝ রাত্রিতে কেউ আর আমায় বিপ্লবের ডাকে ডাকেন না।


অকবিতা: অনেক দিন হলো যুদ্ধে যাওয়া হয়না
বিলিয়ার রহমান রিয়াজ


ঢাকা
২৯ জানুয়ারি, ২০১৯ ইং