একবার দুইবার বারবার ভাবি শুধু তোমায়,
মনের এই বিষন্নতায় যদি বাইনারি ধরা যায়,
এক তাতে তুমিই হবে, কেবল আমিই থাকবো শূন্যতায়।
এই বাইনারি ভাবনায়, মনোজগৎ হয়ে আছো তোমার অনিচ্ছায়।


তোমার শান্ত মন অশান্ত হওয়ার কারণ
হতে চাইনা তাই, নিরবে সব সয়ে সয়ে যাই।
হতে হবে স্বার্থপর, পারবোনা হতে আমি যা
তার চেয়ে হই যাযাবর, ভাবছো কি আমায় তা।
একবার দুইবার বারবার ফিরে ফিরে আসো তুমি শতবার,
মনের এই বিষন্নতায় যদি বাইনারি ধরা যায়,
এক তাতে তুমিই হবে, কেবল আমিই থাকবো শূন্যতায়।


বিশ্বাস অবিশ্বাস যা নিয়ে তুমি ভাবোনি খুব
বলবো না ফিরতে , দিয়েছি একাই বেদনায় ডুব
মনের আবহাওয়ায়, হঠাৎ যে ঝড় এসে যায়
ডুবি ভাসি তাতে আমি একাই না হয়।
তোমার শান্ত মন অশান্ত হওয়ার কারণ
হতে চাইনা তাই, নিরবে সব সয়ে সয়ে যাই।
মনের এই বিষন্নতায় যদি বাইনারি ধরা যায়
এক তাতে তুমিই হবে, কেবল আমিই থাকবো শূন্যতায়।


লিরিক: বাইনারি
বিলিয়ার রহমান রিয়াজ
২৬ মার্চ, ২০২২ ইং
পটুয়াখালী।