এপার ওপার দু' পাড়ে দেয়াল
মন ভাঙে জেতে মনের খেয়াল।
দূরত্ব বাড়ে
হৃদয় হারে
ভাঙা হৃদয় ভেঙে আরো হয় বেহাল।


না দেখা ব্যাথা, না বলা ওয়াদা
আঁধারে লুকোয় সব মনের সাদা।
লুকোচুরি মন
কারন অকারন
থমকে দাঁড়ায় দেখে না জানা ধাঁধা।।


বসন্ত বিলাপ কারে বলো জানো
বসন্ত কারে তুমি মানো
সুখ-অসুখে
এক নিমেষে
গাঙ ভাঙা মোন আরো ভাঙে যেনো।


এ কোন দেয়াল করে হাল বেহাল
মন দ্বীপে মাঝির আকাল
মেঘে ভাসে যে
গাঙে ডোবে সে?
দেখে রাত পায়না সকাল......


লিরিক:: দেয়াল
বিলিয়ার রহমান রিয়াজ
২১ জুলাই, ২০২২ ইং
পটুয়াখালী, বাংলাদেশ