ফুল নাকি ভুল? গল্পের ও কূল কল্পে রাখি
বদ্ধ ঝিনুক তবু মুক্তোরো মুখ  কি করে আঁকি।
সংশয়ে সে, যারে না দেখে
লাগে ভালো কোন কারনে।
ঈষৎ দেখায়, স্মৃতির পাতায়
থাকুক না হয় সে খুব যতনে।


মেঘে ভাসে মেঘে ডোবে জলের ভেলা
ভেবে ভেবে কেটে যায় রোদের বেলা
না দেখা সে ফুল, দেখতে ব্যাকুল
তবু শংসন, স্মৃতির সময়।


রোদ ভেবে মেঘ কিনে ঠকো যদি
হিম ভোরে হাল ভেঙে মনের নদী
ভাসছে একা, তাহার দেখা নেই অবধি।
আছে তরী, তরী তবু  নেই, এ কোন ধাঁধা
ক্ষণে ক্ষণে তার মানে, মেলাতে আকুল‌।
না দেখা সে ফুল, দেখতে ব্যাকুল
তবু সংশয়, স্মৃতির সময়।


লিরিক: ধাঁধা
বিলিয়ার রহমান রিয়াজ
১২ মার্চ ২০২২ ইং
পটুয়াখালী।