ইচ্ছে আমার বৃষ্টি হবার ঝিরঝিরিয়ে ঝড়তে।
রামধনুকের ডগায় চড়ে দূর আকাশে উড়তে।
ইচ্ছে জাগে নদীর পারের ডাহুক পাখি হওয়ার।
দক্ষিণা হাওয়ায় খুলে ডানা শূন্যে মিশে যাওয়ার।


কিরণ হওয়ার ইচ্ছে আমার ছড়িয়ে দিতে আলো।
আপন তেজে জ্বলে উঠে রুখতে আঁধার কালো।
অনন্তবার ইচ্ছে করে পুবের হাওয়া হয়ে।
গুঁড়িয়ে দিতে অসুর সবি তুফান হাতে লয়ে।


ভোর হওয়ার ইচ্ছে আমার বাদলা ঝড়ের দিনে
ভাঙা গড়ার খেলায় থাকবো আমি দুঃখের বিণে।
ইচ্ছে যখন স্বপ্ন হওয়ার নবীন কচি মনে।
বিপ্লবের গান ছড়িয়ে দিতে অযুত নিযুত জনে।