একটা করে কবিতা আমার প্রতিদিনই লিখতে ইচ্ছে হয়
যে কবিতার হিরো কোন ট্রয়লাস, একেলিস, ইডিপাস নয়।
কবিতাগুলো বরং থুরথুরে বুড়োর, ফেল করা পরীক্ষার্থীর
জেলের কয়েদির, বেকার যুবকের, এমনকি মোড়ের চা দোকানীর।


প্রতিটি দিনই যদি কেটে যেত অমন কবিতা লেখার অপেক্ষায়
করুনা আর অনুনয়ের কোন শব্দই মুদ্রিত হতনা যে কবিতায়।
তার চেয়ে বরং কবিতাগুলো জলন্ত সিগারেটের মতো
ধোয়া উবে যেতে যেতে বাড়িয়ে যেতো হৃদয় পোড়ার ক্ষত।


কবিতাগুলোতে হেলেন,মমতাজদের কোন স্তুতি ?? আরে নাহ~
তাও থাকবে না; বরং সে কবিতাতো কেবল প্রেমে ব্যার্থ ছেলেটার জন্যই।
মেঘের, জলের কিংবা সাগরের; সে কবিতায় আসবেনা স্তুতি কারোর।
কবিতাগুলো হবে কোন বড় ছেলের, মেজো মেয়ের কিবাং বিধবা মায়ের।


একটা করে অমন কবিতা প্রতিদিন যদি লেখা যেতো
যে কবিতার চরণে চরণে মধূসূদন, নজরুলদের মতো
অবোধ্য কোন শব্দই থাকবে না।
থাকবে ফ্রস্ট্রের মতো গ্রাম্য সেটিং সহজ শব্দ সরল উপমা,
থাকবে কেবল কাঠপোড়া রোদে কৃষকের হাড়পোড়ার স্মৃতি।
আমার সে কবিতাগুলো তবে করে যেত কেবল গনমানুষেরই স্তুতি।


কবিতা: কবিতা
বিলিয়ার রহমান রিয়াজ


৫ জুন, ২০১৮ ইং
ঢাকা।