প্রিয়তমা,
তুমি আমার বেলা অবেলা কাল বেলা হও
মনের বিরোধ সভায় হও গানের আসর
প্রনয়ের সুর , শীত ভাঙা ভোর।


অফিস ফেরত প্রতিটি রাতে
মনঃটিভি খুলে তুমি শুনে নাও আমার মনঃখবর
হৃদয়ের দুঃখ, বেদনার সাইরেন।
আমার জন্য তুমি মুচি হয়ে
সেলাই করে দাও হৃদয়ের ভাঙন।
একনিষ্ঠ কৃষাণির মতো তুমি ভালোবাসা চাষ করো এ হৃদয় জমিতে।
বিষম দুঃখে তুমি হও মিডওয়াইফ, নার্স
তুমি হও হৃদয়  জোড়ার থ্রেট।
আমি চাই তুমি আমার যাপিত জীবন হও
আমার ঘুম, আমার জাগা, আমার ইচ্ছা অনিচ্ছাও।


তোমার প্রেমের পাঠে আমিও বাধ্য ছাত্রের মতো
মুখস্ত করবো তোমার কপল, গ্রীবা, ঠোঁট।
তোমার চুল, কানের দুল,নথ, নাকফুল
প্রিয়তমা তোমার যাপিত জীবন হবো
হবো তোমার ভুল অভুল।


প্রত্র
বিলিয়ার রহমান রিয়াজ
২২/০৩/২০২২ইং
পটুয়াখালী, বাংলাদেশ।