দেয়ালের কোণে মাথা ঠুকে মরা
আমি শ্রান্ত, ক্লান্ত, মুমূর্ষু প্রতিবাদ।
তেজের প্রদীপ নিভু নিভু বলে
ঘিরেছে আমায় আমাবস্যার কালো রাত।


লক্ষ বছর নির্ঘুম থেকে থেকে
বিদ্রোহী আমি, হয়েছি কুঁজো বুড়ো।
রক্তের তেজে ধরেছে পচন
হতাশায় তাই ঝুঁকেছি যে আরো।


হয়তো তাই দিল্লী কিংবা রেইনট্রির ধর্ষণ
হৃদয়ে আমার, বারুদের ফুলকি হয়ে ওঠে না।
ফিলিস্তিন আর আরকানের শকুনি হত্যার পরেও
দ্রোহের বহ্নি হয়ে প্রতিবাদে কণ্ঠ আমার ফাটে না।


আমি দেখেছি এক, দুই করে হাজার লক্ষ জনের
বেকারত্ব আর অসাহায়ত্বের আর্তনাদ।
আলোর মশাল হয়ে যারা, ওঠেনিকো জ্বলে
দেয়নিকো ভেঙে ধনিকবাদের কালো হাত।


আমি বিদ্রোহ, দ্রোহের আগুনে অসুর পুড়েছি
বর্বর, প্রস্তর, ব্রোঞ্জ, লৌহ যুগ জুড়ে।
আজিকে তবু কান্ত, শ্রান্ত, নিঃসঙ্গ এই
স্বার্থপর, সুবিধাভোগী, মুখচোরাদের ভীরে।


ঢাকা
০২ জুন, ২০১৭ ইং