লালকে যখন লালই বলি
নীলকে যখন নীল
সাদা চোখে সবই সমান
তখন কিসে গরমিল।


লাল, নীল, সবুজ ,হলুদ
সব যখন হয় কালো
মন্দ দুষ্ট লোভী পুষ্ট
সবই তখন ভালো।


গলাবাজিতে গলামিলিয়ে
বৈধ যখন অবৈধতা
পেশির জোড়ে ছোড়ার ভয়ে
উচ্চকন্ঠে পায় মৌনতা।


তখন উর্দি কুর্দি হয়ে
নিজের যশকে বাড়ায়
স্পর্ধার উর্ধাকাশে চড়ে
রাজাকে ভিখারী করায়।


এই ভুলেরই ভুল সংশোধনী
কখনো কি কাজে আসে
ভুলের শিক্ষায় উদাসীনতায়
ভুলইতো তখন হাসে


ঢাকা
১০ জুন