আমার অপেক্ষায়, ঈদ চাঁদ নয় বরং থাকতো
টুকটুকে লাল ছাপাওয়ালা নতুন জামা,
বাবার কাছ থেকে তা পাওয়ার পরে
হিমালয় জয়ের উল্লাস আর সে উল্লাসে নামা,
নতুন জামার ঘ্রাণের ঢল, আমি শুঁকতে শুঁকতে
বাবাকে দেখতাম আস্তিন শূন্য হওয়ার দুঃখ লুকোতে।


দুঃখের পাটি গনিতে তার অভাবের নামতা গোনা
আমার  নতুন চাঁদ দেখে বাজির শব্দ শোনা।
এক কুঠুরিতে  যেন বাবরের দিল্লি বিজয়।
অন্য প্রহরে সে বাবর  কুবের মাঝি  হয়ে যায়।


বাবা নেই তাই , লাল ছাপাওয়ালা নতুন জামা
এখন আর  হয় নাকো পাওয়া।


সেই কবে থেকে তোমায় যাচ্ছি খুঁজে
প্রতিটি চাঁদ রাতে, নতুন জামার আস্তিনে গুঁজে
যত্নে জমানো আস্ত সব ঈদ।
তোমার শূন্যতায় উবে যায় নিমিষেই।


বাবা নদী হওয়ার আগে আর একবার বলে যাও
কি করে সাগর হওয়া যায়।
বলে যাও কি করে নিরবে রাত হতে হয়
শূন্য পকেট কি করে উৎসব পোহায়।


কবিতা: শূন্যতা
বিলিয়ার রহমান রিয়াজ
০২ মে, ২০২২ ইং
পটুয়াখালী।