জীবনের জল, গড়িযে অতল
সাগর নদী, পেরিয়ে যদি
হয় নোনা জল।
সে জীবনে, তুমি বিহনে
বাউন্ডেলে মন, পোড়ে অকারন
দেখে ন্সিগ্ধ সকাল।।


স্বপ্ন দেখার, সুর সমাহার
জীর্ণ ঘরে, রয়েছে মরে
নেই কেহ আর।
আছো তুমি, তুমি যেন নেই
লুকোচুরি, লুকোচুরি সেই
আর কত কাল।।


ছিলো যে ভুল, সন্ধ্যে বকুল
শুকিয়ে সে ঘা, সারছেই না
ভুলে ভরা ভুল।
হচ্ছে না ভোর, বন্ধ দুয়োর
দেখে দেখে রাত, ক্লান্ত বরাত
গুনছে মাসুল।।


সইছেনা তর, এ রাত্রি আঁধার
বিদঘুটে খুব, শুধু নিশ্চুপ
বাড়ায় জ্বালা।
একূল ওকূল, পুড়েছে দুকূল
অঙ্গারে তার, নেই ভুল আর
তাই চলো…… ভুলি সব ভুল……………….।।