আমি টাকাওয়ালা ভাই, টাকা দিয়ে সব চাই।
বাড়ি চাই - গাড়ি চাই, নেতার পদটি চাই
টাকার অভাব নাই - তারপরও আরও চাই।


বেতনটা ঠিকই পাই, কোন টেনশন নাই
টাকা দিয়ে টাকা আনি, সুদ-ঘুষ সবি খাই।
সাদা টাকা কালো টাকা, সব মিলে আছি বেশ
গরীবের হক মেরে করছি আরাম - আয়েশ।


যদিওবা মাঝে সাঝে করি নয়-ছয়
টাকা দিয়ে ক্রয় করি বিচারের রায়।
মোর কাছে টাকা বিনা বাকি সবি শুন্য,
পকেট গরম তাই আইনও যে পণ্য।


পরিশেষে বলি ভাই, সৎপথে করো আয়
সম্মান পাবে ভাই, হবে নাকো পরাজয়।
টাকার কথায় যদি ওঠাবসা করো ভাই
আসল গরীব তুমি মোটেও যে ধনী নয়।


টাকা যদি কর তুমি সৎপথে ব্যবহার
ভালোবাসা পাবে ভাই পাবে তুমি উপকার।
টাকা শুধু ধোঁকাবাজি মিছে এই সংসার
বুঝিবে কবে তুমি এই উপসংহার?