আমি যেতে চাই এমন এক দেশে
যেথা নেই দম্ভ - ক্ষমতার বাহাদুরি
বাদশাহও সাধারণ বেঁশে।


আমি যেতে চাই এমন এক গাঁয়
যেথা আছে ভালোবাসা - দূর্যোগে দুর্দিনে
একে অপরকে পাশে পায়।


যেথা নেই দূর্নীতি - অর্থের কারচুপী,
আইন বিক্রি হয় - সুদ ঘুষ খোলাখুলি,  
শিক্ষার গতিরোধ - লাইভেতে গোলাগুলি।


আমি যেতে চাই সে নদীর বাঁকে
যেথা সৃষ্টির সেরা লোভহীন মানুষেরা
অল্প কিছুতে খুশি থাকে।


খুঁজে পেলে দেশখানি সন্ধান দিও ভাই,
সবকিছু ছেড়ে আমি সেদেশেই যেতে চাই।