গাই একুশের গান গাই তোমাদের শানমান,
বাংলা ভাষার জন্যে তোমরা করেছ রক্ত দান।
জীবন উৎসর্গ করেছ তোমরা মাতৃভাষার জন্য,
তোমাদের আত্মত্যাগে হয়েছি মোরা ধন্য।
পৃথিবীর বুকে তোমরাই প্রথম ভাষার জন্যে করেছ রক্তদান,
তোমাদের স্মৃতি থাকবে  বাংলায় চির অম্লান।
তোমরাই ছিলে সেদিন বাংলার তরুণ দামাল ছেলে,
রাজপথের মিছিলে রক্ত দিয়ে বাংলাভাষা এনে দিলে।
তোমাদের প্রতিটি রক্ত ফুটায় ঝরছিল বর্ণমালা,
সেদিন থেকে ফুসকে উঠলো পাকিস্তানীদের  জ্বালা।
একুশের চেতনা মোদের করেছে শক্তিশালী,
এগিয়ে এসেছে কৃষক, মজুর, ছাত্র, শিক্ষক হাজারো বাঙ্গালি।
৫২ তে ভাষা পেলাম তোমাদের আত্মদানের ফলে,
মা জননী আজও কাঁদে দু নয়নের জলে।
সালাম নিবেদন সালাম নিবেদন শহীদদের তরে,
ফুল দিব আজি শহীদ মিনারে গভীর শ্রদ্ধাভরে।