ও মাষ্টার মশাই তুমি কি বোঝ
বইয়ের ভারে আমি হয়ে যাব কুঁজো
সে কালে... এক দুই তিন
এভাবেই চলত নাকি ঠাকুর দাদার দিন
আজ কেন বুকে বাজে দশ পনেরর বীন?


পাঠের চাপে মনটা আমার যায় যদি গো মরে
কি হবে বল এত পুঁথি পড়ে?
গোগ্রাসে বিদ্যা সকল খাই যদি কো গিলে
ভরা পেটে কখন যে হয়ে যাবে মরন পিলে।
কেন বলছ? এই সব পড়লে হব ডাক্তার ইঞ্জিনিয়ার
বলি আমি মন না থাকলে মানুষ হব কি করে?
পুলকে পুলকে শেষ করতে চাই গো সকল পাঠ
নাই বা থাকুক সেথায় দশ পনেরর ঠাট।