আমিও তো সেই নরপিশাচ ভাল মানুষীর অন্তরালে
মাতাপিতা ভ্রাতা ছেরে, শুধই যখন আমাতে জড়ালে।
মুখ ফিরিয়ে নিলাম, সাক্ষাৎ নরকে তোমায় ফেলে
এই তো সেদিন কতনা মধুর পরশে ছুঁয়ে দিতাম অধরে
ভালবাসায় বেঁধে রাখতাম বুকের পাঁজরে।
আজ তুমি নষ্টা, সামাজিকতার দাবানলে
আমি তো ভালমানুষ, মানবিকতার চালে
এখনও হইনি পথ ভ্রষ্টা, জানে সর্বদা।
দূষী তো নও তুমি, সবই আমার ভণ্ডামি, নষ্টামি
মহা সত্য আমিই শুধু জানি, আর না কেউ জানে
সমাজ বাসীরা তাইতো মহাগুরু মানে।