কোন বোধে বলিস তুই প্রাণের সখা?
বাহির তোর সরল সোজা! ভিতর কেন এত বাকা?
দেখে তোর রুচি বোধ! ধরে রাখা দায় অন্তরের ক্রোধ।


দুধ কলা দিয়া পুষিলাম একি কাল সাপ!
এক জনমের ভাব!
এক নিমিষে দিলি হাজার কালির দাগ।
তোর কর্মে, সুবোধের অন্তরেও উঠবে ফুঁসে ভীষণ চোটের রাগ।
অন্তরে অসুর পুষে, মুখে বলিস হরি
ইচ্ছে করে জানতে বেশি কোন উদরে জন্ম নিলি?
কে কেটেছে অতুর ঘরে নাড়ি?


অন্তরে এত প্রমত্তা? জানিস কি নিজের সত্তা?
ঠুনকো মনে করিস, পবিত্র সব আত্মা।
হয়ে ইবলিশের দোসর, সাজাতে চাস মায়ার বাসর!
বুঝবি কি আর? এমন রায়ে শুদ্ধ চিত্তে লাগে কাটার আঁচর।