তারা কি মানুষ? আরকানে যাদের ঘরবাড়ী জ্বলছে?
বুদ্ধং সরনং গচ্ছামী বলে, যাদের রক্তে তৃষ্ণা মিটিয়ে
অহিংসা পরম ধর্মের লোকেরা, জীব হত্যা মহা পাপের কথা বলছে?


নাহ! তারা রোহিঙ্গা
রোহিঙ্গাদের ঘড় থাকতে নেই, বাড়ী থাকতে নেই
তাদের কোন দেশও নেই।
না পারে বলতে তারা বাংলা, না পারে ইংরেজি
এই কি তাদের মহা দোষ?
যার দরুন, ওদের প্রতি মগদের এত রোষ?


যারা ওদের পোড়াচ্ছে? তারাই কি মানুষ?
তারা কি পড়ে কোন শাস্ত্র?
যদি পড়েই কোন শাস্ত্র তবে হাতে কেন এত অস্ত্র?
নিমিষে ক্ষতবিক্ষত করে, মনুষ্যত্বর ঐ বস্ত্র।  


না’ কি আমরা মানুষ? যারা এই বীভৎসতা দেখছি
দু’এক ফোঁটা অশ্রু বিসর্জনে, মানবতার কথা বলছি।