আগুন
কি বিভৎস সে আত্মচিৎকার! আগুন!
কি বিভৎস সে হাহাকার! বাঁচাও!
বাঁচার জন্য নাড়িভুঁড়ি হাতে নিয়ে ছুটা
বাঁচার জন্য মরণকে আকরে ধরা।


ক্ষুধা
দিন শেষে দু'বেলা দু'মুঠো ভাত
শাঁক-কচু ভর্তা কিংবা শুধুই ডাল-ভাত
মারণ ক্ষুধায়  জীবন বাজি রাখা।